Header Ads Widget

মা শব্দের অর্থ কি|(law of attraction Bengali)

মা  শব্দের অর্থ কি



(law of attraction bangla)


আমার সুপ্রিয় বন্ধুরা, 
আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে এই প্রতিবেদনটা লিখতে শুরু করলাম। দশ মাস দশ দিন যিনি আমাদের গর্ভে ধরে রেখেছিলেন, সেই "মা"কে নিয়ে।
মা  শব্দের অর্থ কি?
"মা" অক্ষর একটা| কিন্তু এই একটা অক্ষরকে ব্যাখ্যা করতে গেলে সারা বিশ্ব জুড়ে এর ব্যাখ্যা শেষ হবেনা| তাই এই "মা" শব্দের অর্থ খুব সংক্ষিপ্তভাবে আজকে ব্যাখ্যা করছি।

(Law of attarction)আকর্ষণীয় আইন এর প্রথম পর্যায় বলা আছে মা শব্দের অর্থ |

আকর্ষণীয় আইন অর্থাৎ (law of attartcion) প্রথম পর্যায়ে মায়ের ধ্যান করার জন্য বলা আছে কিন্তু কেন ?

দৃষ্টান্ত স্বরূপ:-

(1)আপনি কোন চাকরির জন্য কোথাও ইন্টারভিউ দিতে গেছেন, আপনাকে প্রথমে জিজ্ঞেস করা হয় যে আপনার মাতৃভাষা কোনটা, তাহলে এই পর্যায়ে মাতৃভাষার প্রথম অক্ষরই মা যুক্ত আছে|
যদি এই কথাটিকে ইংরেজি ভাষায় জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হয় তাহলে এটাই দাঁড়াবে আপনার মাদার ল্যাঙ্গুয়েজ কোনটি? তাহলে মাদারে প্রথম অক্ষরই মা যুক্ত আছে।

(2)আজকালকার দিনে অনেক বাড়িতেই ছোট ছোট বাচ্চাদের মুখে শুনতে পাবেন মাকে মাম্মি অথবা মামমাম  বলে সম্বোধন করা হয়। এই পর্যায়ে মাম্মি শব্দেও প্রথম অক্ষর এই মা যুক্ত আছে| মামমাম শব্দ প্রথম অক্ষর এই মা যুক্ত আছে।

(3)আপনি যদি ভারতবাসী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার মনে আছে যে প্রতি বছর ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আমরা ভারত মাতা কি জয় বলে জয়ধ্বনি দিয়ে থাকি, সেখানেও "মা"|

(4)আপনি আপনার মায়ের গর্ভ থেকে যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন, যার ওপরে আপনি দাঁড়াতে শিখেছেন, সেটা হল মাটি |সেই মাটিতে প্রথম অক্ষর মা যুক্ত আছে।

(5)আপনি ঈশ্বরের পূজা করার জন্য যখন ফুলের দোকান থেকে একটি সুন্দর ফুলের মালা কেনেন সেই মালাতেও প্রথম অক্ষরে মা যুক্ত আছে।

এই প্রতিবেদনটি লিখতে গিয়ে সুবিখ্যাত গায়ক কুমার শানু জির একটি গানের কিছুটা অংশ মনে পড়ে যায়। 

মাটি দিয়ে হয় যে গড়া, মায়ের প্রতিমা,
 শুরুতে মা শেষেও মা 
মায়ের একি মহিমা ,
ফুলের মালায় মা রয়েছে বলে 
তার এত দাম|
 মাটি আর মাকে তাই জানাই প্রণাম।
মা দিয়ে শুরু যার মাটি তার নাম|(law of attraction bangla)

*আপনার জীবনের সফলতার চাবিকাঠি আপনার গর্ভধারিনী মায়ের হাতে| তাই মায়ের ধ্যান করুন। মায়ের ধ্যান বলতে কোন মাটির পুতুলের ধ্যান নয়। আপনার জীবিত মায়ের ধ্যান করুন। 

মা শব্দের অর্থ- মমতা, মমতাময়ী, স্নেহময়ী এবং আনন্দ|

ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মাতৃপ্রিয়| 
তিনি তার মায়ের ডাকে প্রবল বর্ষণেও দামোদর নদী সাঁতরে পার হয়ে মায়ের কাছে পৌঁছেছিলেন।


স্বামী বিবেকানন্দের একটি বাণীতে উল্লেখ করা আছে-

 ঈশ্বরকে যে পুজো করেন সেই ঈশ্বরের ভক্ত |
গর্ভধারিণী মাকে যে পুজো করেন ঈশ্বর তার ভক্ত। 
 আমি বিবেকানন্দ স্বামী তার গোলাম।

(গর্ভধারিণী মা কখনোই নিষ্ঠুর হন না। নিষ্ঠুর আপনার আমার মতন সন্তানরা| তার কারণেই আমাদের গর্ভধারিনী মায়ের শেষ বয়সে জায়গা হয় বৃদ্ধাশ্রমে|)


আপনার হাতে যদি সময় থাকে তবে একটু চিন্তা করে দেখবেন:- 

আপনি যখন বড় হলেন, চাকরি করার মতন উপযুক্ত হলেন ,অনেক চেষ্টা করছেন তবু একটা চাকরি জোটাতে পারছেন না ,সর্বপ্রথম আপনার আমার গর্ভধারিনী মা, সেই মাটি দিয়ে গড়া প্রতিমার কাছে ছুটে চলে যান মানত করতে|
 পরে আমরা কি করি আমরা চাকরি করার পর, বেশ কিছু কারণে আমরা আমাদের গর্ভধারিনী মাকে আমাদের কাছ থেকে বঞ্চিত করি।
--------------------------------------------------------------------------------------------------------------

Universe অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আপনার আমার গর্ভধারিনী মায়ের দাঁড়াই আমাদের ওপরে বর্তায় ,তাই মায়ের ধ্যান করুন, আপনার আমার মা জীবিত বা মৃত যাই হোক না কেন, ধ্যান করুন মায়ের| মায়ের হাত ধরেই আপনি ইউনিভার্সেল শক্তিকে খুব সহজেই অর্জন করতে পারবেন|  বিশ্বব্রহ্মাণ্ড অর্থাৎ Universe শক্তিকে যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনার সফলতার দিক খুব দ্রুত এগিয়ে যাবে|

মায়ের ধ্যান কিভাবে করবেন|


প্রত্যেক বাড়িতেই আমরা প্রায়ই সকালবেলা নিজেদের কর্মে যাওয়ার আগে স্নান সেরে ঠাকুর ঘরে বসে ইষ্ট দেবতার ধ্যান করে থাকি। 
ইউনিভার্স অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম অনুযায়ী, আপনি কিছুদিনের জন্য অর্থাৎ দুই থেকে তিন দিন ,ইষ্ট দেবতার ধ্যান বন্ধ করে শুধু মায়ের ধ্যান করুন|
 ঠাকুর ঘরে বসেই করুন|
 কিভাবে করবেন:-
 যখন ধ্যান করতে বসবেন তখন আপনি আপনার অতীতটাকে চিন্তা করুন, এক মনে এক ধ্যানে চিন্তা করুন| 
ছোট থেকে আপনাকে আপনার মা কিভাবে খাওয়াতেন,
 কিভাবে স্কুলে নিয়ে যেতেন,
 কিভাবে আপনার সঙ্গে খেলা করতেন,
 কিভাবে আপনাকে গল্প শোনাতেন,
 কিভাবে আপনাকে ঘুম পাড়াতেন,

 এইভাবে দুই থেকে তিন দিন মায়ের ধ্যান করুন |তাতে মা জীবিত হোক বা মৃত|
 আপনি হয়তো ভাবছেন  ইষ্ট দেবতাকে বাদ দিয়ে আমি মায়ের ধ্যান করলে হয়তো ইষ্ট দেবতা আপনার প্রতি রুষ্ট হবে। 
না সেটা কখনোই নয়|
আপনি পরবর্তী সময় ইষ্ট দেবতার ধ্যান করতে গেলে আপনার মনে বারবার মায়ের ধ্যানটাই ফিরে আসবে|
  কখনোই আপনার প্রতি রুষ্ট হবেন না, উনি খুশি হয়েছেন বলেই তবেই আপনার মনে বারবার মায়ের ধ্যানটি চলে আসছে|
 যত আপনার মনে বারবার মায়ের ধ্যান চলে আসবে ,ততই আপনার শরীরে পজেটিভ এনার্জি ক্রিয়েট করবে ,ততই আপনি সফলতার পথে এগিয়ে যাবেন। এইভাবে মায়ের ধ্যান করুন।

একজন বিখ্যাত আমেরিকান বৈজ্ঞানিক ইংরেজি ভাষায় বলে গেছেন, বিশ্বব্রহ্মাণ্ডের শক্তির কাছে নিজেকে আকর্ষিত করতে গেলে নিজের  মায়ের কাছে আগে আকর্ষিত হতে হয়। তবেই বিশ্বব্রহ্মাণ্ডের শক্তির কাছে আকর্ষিত হওয়া যায়। মা ই পারে বিশ্বব্রহ্মাণ্ডের শক্তির কাছে আকর্ষণ করিয়ে দিতে| তাই মায়ের ধ্যান করুন। আপনার সব সমস্যার সমাধান সেখানে|

(In order to attract oneself to the forces of the universe, one must first attract one's mother. Only then can one be attracted to the forces of the universe. Meditate on the mother to attract the power of the universe. All your problems are solved there)

শ্রী শ্রী ঠাকুর পরম গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন-
 মাতৃভক্তি পরমভক্তি যদি সেটা হয়,
 মায়ের প্রতি প্রেম বিনিময়|



এই অর্থে-
 বিখ্যাত কন্ঠশিল্পী মান্না দে র একটি গানের কলি মনে পড়ে যায়। 
যখন এমন হয় , 
জীবনটা মনেহয় ব্যর্থ আবর্জনা|
ভাবি গঙ্গায় ঝাঁপ দি , রেলের লাইনে মাথা রাখি |
কে যেন হঠাৎ  বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তা কি|
 মাগো সে কি তুমি ,মাগো সে কি.. তুমি


মান্না দে সাহেবের গানের জগতের জীবনী যদি পড়েন তাহলে জানতে পারবেন, এই গানটা বাস্তবকে নিয়েই উনি লিখেছিলেন বা গিয়েছিলেন |কারণ বর্তমানে অধিকাংশ সংসারেই দেখা যায়, সন্তান বড় হয়ে যাবার পর মাকে ত্যাগ করে দেয়। মাকে পর করে দেয়, কিন্তু মা কখনো সন্তানকে পর করতে পারে না। মায়ের দুঃখ কষ্ট সন্তান না দেখলেও ,সন্তানের যখন কষ্ট হয় মা ঠিক জানতে পারে এবং সন্তানের কাছে মা ঠিক পৌঁছে যায়|


বর্তমান যুগে অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক সন্তান আছেন, যারা বিবাহের পর মাকে ত্যাগ করে ঘরজামাই থাকেন অথবা তার সংসার কে নিয়ে অন্য কোন জায়গায় ফ্ল্যাটে থাকেন, মা থাকেন কুরেঘরে| কিন্তু মায়ের মৃত্যুর পরে সেই সন্তান অনেক টাকা পয়সা খরচা করে পাড়ার লোককে খাইয়ে শ্রাদ্ধ শান্তি করেন, আপনি একটু চিন্তা করে দেখুন মাকে বেঁচে থাকতে না খেতে দিয়ে শ্রাদ্ধ শান্তিতে অনেক টাকা খরচ করে লোককে খাইয়ে মায়ের আত্মাকে কখনোই শান্তি দেয়া যায় না| তাই মা বেঁচে থাকতে তার প্রতি নজর দিন|

বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে|
 মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পারার লোককে|


আমরা যদি ভবিষ্যৎকে সুন্দর দেখতে চাই তাহলে আমাদের অতীতকে মনে রেখে বর্তমানে পা ফেলতে হবে| তবেই ভবিষ্যৎ সুন্দর হবে, নচেৎ অন্ধকার। 

 বন্ধুরা আসুন আজ থেকেই আমরা মায়ের ধ্যান শুরু করি  |

আমার সুপ্রিয় বন্ধুরা:-
 যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে ,
(আমি কখনোই চাইবো না আমাকে লাইক করুন) 
চাইবো সকলকে এই প্রতিবেদনটি শেয়ার করুন। 
যেন এই প্রতিবেদনটি ফলো করে আমরা আগামীদিনে সকলেই আমাদের গর্ভধারিনী মায়ের প্রতি বিশেষ নজর রাখতে পারি।
ধন্যবাদ। 

✎✎✎কলমে- সঞ্জীব সেনগুপ্ত 










Post a Comment

0 Comments