বিশ্বাসের শক্তিকে কাজে লাগিয়ে অর্জন করুন জীবনের সবকিছু
law of attraction use.
আমার সুপ্রিয় বন্ধুরা:-
আজকের প্রতিবেদন, বিশ্বাসের শক্তিকে কাজে লাগিয়ে অর্জন করুন জীবনের সবকিছু,
আজকের প্রতিবেদনটি খুব ছোটর মধ্যেই লেখা, এই প্রতিবেদনটির মূল তিনটি বক্তব্য আশা,ভরসা ও বিশ্বাস।
(Power Of Believing Yourself In Bengali )
ভূমিকা:-
আমাদের জীবনের সফলতার চাবিকাঠি, আমাদের নিজেদের হাতে (1) বিশ্বাস(2)আশা (3) ভরসা ,এই তিনটে বিষয় যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের সফলতাকে কেউ আটকাতে পারবেনা স্বামী বিবেকানন্দ বলতেন| বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস,(Law of attartcion)নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন |
উদাহরণস্বরূপ:-
তিনটি সুন্দর ঘটনা,
একটি গ্রামে সব চাষি মিলে একদিন ঠিক করল বৃষ্টির জন্য সবাই মিলে সন্ধ্যা বেলা দোয়া করবেন। যথারীতি সঠিক সময়ে সবাই এক জায়গায় মিলিত হল শুধু একটি ছেলে হাতে একটি ছাতা নিয়ে তাদের সঙ্গে মিলিত হলো|
এর নাম বিশ্বাস
আপনি আপনার ছোট্ট শিশুটিকে উপরদিকে ছুড়ে দিয়ে খেলা করেন, সেই শিশুটি হাসতে থাকে কারণ সে জানে আমি পড়ে গেলে আমার বাবা আমাকে ধরে নেবে। এর নাম ভরসা
আমরা প্রতিদিন রাত্তিরে শুতে যাই কিন্তু পরের দিন ভোরবেলা আমরা আর উঠবো কিনা তার কোন গ্যারান্টি নেই তবুও আমরা ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুতেযাই।
এর নাম আশা
আকর্ষণীয় আইন (law of attartcion)র
নিয়ম অনুযায়ী প্রত্যেকটি মানুষকে নিজের প্রতি বিশ্বাস, আশা এবং ভরসা রাখতে হবে। যদি আপনার নিজের প্রতি আশা ,ভরসা এবং বিশ্বাস তিনটেই প্রতিনিয়ত সক্রিয় ভাবে কাজ করে আপনার সফলতাকে কেউ রুখতে পারবে না|
দৃষ্টান্ত স্বরূপ:-
স্বামী বিবেকানন্দ সারা বিশ্বে বিখ্যাত কি করে হয়েছিলেন, উনার নিজের প্রতি বিশ্বাস আশা এবং ভরসা তিনটেই সজাগ থাকতো তাই তিনি সারা বিশ্বে খ্যাতি লাভ করেছেন |(Law of Attraction)
সৃষ্টিকর্তাকে বিশ্বাস করুন, ইউনিভার্সের শক্তিকে বিশ্বাস করুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন ,নিজের প্রতি আশা রাখুন, নিজের প্রতি ভরসা রাখুন| আপনার দাঁড়ায় সবই সম্ভব ,আপনি সবই পেয়ে গেছেন, আপনার থেকে কেউ বেশি সুখী নয়, আপনার থেকে কেউ বেশি সুস্থ নয়, আপনার থেকে কারোর বেশি সম্পদ নেই| এই বিশ্বাস নিয়ে আপনি প্রতিনিয়ত এগিয়ে চলুন, আপনার সফলতা আপনার হাতেই- অন্যের প্রতিভাকে গুরুত্ব দেওয়াটা কম করুন, নিজের প্রতিবার প্রতি গুরুত্ব দিন| অন্যের প্রতিভা কে গুরুত্ব দিতে গিয়ে নিজের প্রতিভাকে নষ্ট করবেন না| যোগ্য লোকের সঙ্গে মেলামেশা করুন অযোগ্য লোকের সঙ্গে মেলামেশা করবেন না| অযথা কারোর প্রতি সমালোচনা করবেন না।
কারণ -
সমালোচক অর্থাৎ যে সমালোচনা করে ,সে একজন অযোগ্য ব্যক্তি|
যার সম্বন্ধে সমালোচনা হয় অর্থাৎ সমালোচিত ,সে একজন যোগ্য ব্যক্তি|
অতএব আপনি আপনার যোগ্যতাকে মানুষের কাছে পৌঁছে দিন, আপনার যোগ্যতার গুরুত্বটা মানুষকে বুঝতে দিন, আপনি সমালোচিত ব্যক্তি হয়ে যান, কখনোই সমালোচক হবেন না |এটাই আপনার জীবনের প্রধান সাফল্যের চাবিকাঠি|
আমার সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই প্রতিবেদনটি আপনাদের সকলের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে শেয়ার করে সকলকে এই প্রতিবেদনটি পড়তে সুযোগ করে দেবেন| যেন আমরা সকলেই এইভাবে সফলতার দিকে এগিয়ে যেতেপারি|
ধন্যবাদ
✎✎✎কলমে- সঞ্জীব সেনগুপ্ত
0 Comments