Header Ads Widget

রাতারাতি আপনার ভাগ্য বদলে দিতে পারে (Change your paradigm change your life)

রাতারাতি আপনার ভাগ্য বদলে দিতে পারে
(Positive change in your life)




নিজের সফলতা নিজেরই হাতে।
(Change your paradigm change your life)


 জন্মাষ্টমীতে ময়ুরের পালকের এই ৫ উপায় রাতারাতি আপনার ভাগ্য বদলে দিতে পারে


 *বাস্তু অনুসারে ময়ূরের পালক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই তাঁরা মাথায় সর্বদা শোভা পায় ময়ূরের পালক। জন্মাষ্টমীতে ময়ূরের পালকের টোটকা আপনার ভাগ্য বদলে দিতে পারে।

                         (change your paradigm change your life)

 

*ময়ূরের পালক দিয়ে ভাগ্য ফেরান

 আগামী ৬ অগাস্ট পালিত হবে জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে একটা ময়ূরের পালক আপনার ভাগ্য বদলে দিতে পারে। জ্যোতিষ অনুসারে ময়ূরের পালকের মধ্যে প্রচুর শুভ শক্তি নিহিত রয়েছে বলে মনে করা হয়। ময়ূরের পালকের স্থান যেহেতু স্বয়ং শ্রীকৃষ্ণের মাথায়, তাই ময়ূরের পালক ঘরে রাখলে অনেক সংকট কেটে যেতে পারে বলে মনে করা হয়। ময়ূরের পালক আমাদের দুর্ভাগ্য দূর করতে নানা ভাবে কাজ করে। প্রচলিত বিশ্বাস অনুসারে ময়ূরের পালক ব্যবহার করে শনির রোষ, রাহুর দশা, বাস্তুদোষ সব কাটানো সম্ভব। কী ভাবে ময়ূরের পালকের সাহায্যে জীবনের সংকট দূর করবেন তা জেনে নিন।(positive change in your life)



*সম্পদ পেতে ঘরের দক্ষিণ দেওয়ালে ঝুলিয়ে রাখুন ময়ূরের পালক। স্বাস্থ্য ভালো করতে দক্ষিণ-পূর্ব দিকে রাখুন এবং দাম্পত্য সুখের জন্য শোওয়ার ঘরে অবশ্যই একটা ময়ূরের পালক রেখে দিন।(habits that will change your life)


*আটটি লম্বা ময়ূরের পালক নিয়ে একসঙ্গে সাদা সুতোয় বাঁধুন। সুতো বাঁধার সময় জপ করুন 'ওম সোমায় নমহঃ'। এরপর ঘরের উত্তর-পূর্ব দিকে এটি রেখে দিন।

(30 day challenge to change your life)


যদি আপনি আর্থিক সংকটের মধ্যে থাকেন, তাহলে জন্মাষ্টমীর দিন রাধা-কৃষ্ণ মন্দিরে গিয়ে ময়ূরের পালক নিবেদন করুন। ৪০ দিন পরে মন্দিরে গিয়ে সেই পালক ঘরে ফিরিয়ে এনে লকারের মধ্য়ে রেখে দিন। শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকবে আপনার উপর।

(best habits to change your life)



শনির রোষকে শান্ত করতে তিনটে লম্বা ময়ূরের পালক নিন। এগুলো একসঙ্গে একটা কালো সুতোয় বাঁধুন। সুপারি নিবেদন করে গঙ্গাজল ছিটিয়ে ২১ বার জপ করুন 'ওম শনিশ্চরায় নমহঃ।'


লম্বা ময়ূরের পালকে গঙ্গাজল ছিটিয়ে সুপারি দিয়ে ২১ বার জপ করুন 'ওম ধুম রাম রাহাভে নমহঃ।'

(daily routine to change your life)


নৃত্যরত ময়ূরের পেন্টিং ঘরে উত্তর-পূর্ব দেওয়ালে ঝুলিয়ে রাখলেও রাহু-দোষ কেটে যায়।

Post a Comment

2 Comments