জুঁই ফুলের সহজ টোটকায় খুলবে ভাগ্য
জুঁই ফুলের সহজ টোটকায় খুলবে ভাগ্য(Jasmine Flower)
Chameli Phool Ke Totke: বিভিন্ন ফুলের সাহায্যে ভাগ্য ফেরানোর নানা উপায়ের কথা বলা আছে। আজ আমরা দেখে নেব জুঁই ফুলের টোটকা কী ভাবে জীবনে সুখ ও ঐশ্বর্য নিয়ে আসতে পারে।(Law of Attraction)
jasmine flower
জুঁই ফুলের টোটকায় ফিরবে ভাগ্য(law of attraction techniques)
Jasmine Flower Remedies: জুঁই ফুল দেখতে যেমন সুন্দর, তেমন এর গন্ধও মন উতলা করে তোলে। খোঁপা এক ছড়া জুঁইয়ের মালা লাগিয়ে অপরূপা হয়ে উঠতে পারেন যে কোনও নারী। তবে জ্যোতিষশাস্ত্রেও জুঁই ফুলের বিশেষ মাহাত্ম্য রয়েছে। কারণ জুঁই ফুলের সাহায্যে আমাদের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। জ্যোতিষ অনুসারে জুঁই ফুলের কয়েকটি সহজ টোটকা মেনে চললে জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, উন্নতি করা যায় কেরিয়ারেও।
* শুক্রবার রাতে একটি মাটির পাত্রে একটু দুধ ও জুঁই ফুল নিন। এরপর মধ্যরাতে চন্দ্র দেবতাকে এটি অর্ঘ্য দিন। এর ফলে কোষ্ঠীতে শুক্রের অবস্থান ভালো হবে। দাম্পত্য জীবনে সুখ থাকবে এবং কেরিয়ারেও উন্নতি করতে পারবেন।
* বজরংবলীকে জুঁই ফুলের তেল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতি মঙ্গলবার ও শনিবারে হনুমানজিকে সিঁদুর ও জুঁই ফুলের অর্ঘ্য নিবেদন করুন। এর ফলে শত্রুর প্রকোপ থেকে মুক্তি পাবেন এবং বজরংবলীর কৃপায় জীবনের সব সমস্যা দূর হবে। তবে মনে রাখবেন বজরংবলীর সামনে জুঁই ফুলের তেলের প্রদীপ জ্বালাবেন না, বরং এই তেল তাঁর শরীরে লেপন করবেন।
* বাড়িতে একটা জুঁই ফুলের গাছ থাকাও অত্যন্ত শুভ। এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় এবং গ্রহের অশুভ দশা থেকে মুক্তি পাওয়া যায়। এই টোটকায় পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বজায় থাকে এবং কোষ্ঠীতে গ্রহের অবস্থান শক্তিশালী হয়।
* প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজোয় জুঁই ফুলের মালা নিবেদন করুন। এর ফলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে এবং কোষ্ঠীতে শুক্রের অবস্থান শক্তিশালী হবে। এর ফলে বাড়িতে সম্পদ ও সমৃদ্ধির প্রসার ঘটবে।
* জুঁই ফুল মহাদেবেরও প্রিয়। প্রতি সোমবার, প্রদোষ তিথি, ত্রয়োদশী ও চতুর্দশী তিথিতে শিবলিঙ্গে জুঁই ফুল নিবেদন করুন। এর ফলে মহাদেবের আশীর্বাদে জীবনের সব ক্ষেত্রে সাফল্য লাভ করবেন।
Jasmine Flower: Simple tricks of jasmine flower will open your fortune, a single jasmine garland can change your life.
Chameli Phool Ke Totke: There are many ways to change fortune with the help of different flowers. Today we will see how jasmine flower trick can bring happiness and prosperity in life.
jasmine flower
Luck will return to the trick of jasmine flowers
Jasmine Flower Remedies: As beautiful as the jasmine flower looks, its aroma is mind boggling. Any woman can become beautiful by wearing a single rhombus garland. But jasmine flower also has special importance in astrology. Because it is possible to change our destiny with the help of jasmine flowers. According to Jyotish, if you follow a few simple tricks of jasmine flower, you can get rid of many problems in life, you can also improve your career.
* Take some milk and jasmine flowers in an earthen vessel on Friday night. Then offer it to the moon god at midnight. As a result, the position of Venus in Koshti will be good. There will be happiness in married life and can improve in career too.
* Offering jasmine flower oil on Bajrangbali is considered very auspicious. Offer vermilion and jasmine flowers to Hanumanji every Tuesday and Saturday. As a result, you will get rid of the wrath of the enemy and all the problems of life will be removed by the grace of Bajrangbali. But remember not to light jasmine flower oil lamp in front of Bajrangbali, but apply this oil on his body.
* Having a jasmine flower plant at home is also very auspicious. As a result, positive energy flows in the house and gets rid of malefic planets. This totka maintains love between family members and strengthens the position of planets in kosthi.
* Offer garlands of jasmine flowers every Friday in Maa Lakshmi puja. As a result, the grace of Maa Lakshmi will shower on you and the position of Venus in koshti will be strengthened. As a result, wealth and prosperity will spread in the house.
* Jasmine flower is also favorite of Mahadev. On every Monday, Pradosh Tithi, Troyodashi and Chaturdashi Tithi, offer jasmine flowers to Shivlinga. As a result, you will get success in all areas of life with the blessings of Mahadev.
0 Comments